এখনও পর্যন্ত যারা সাড়া দিয়েছেন তাদের সকলকে ধন্যবাদ। On request ফিচার নিয়ে একটি খসড়া আমি বানিয়েছি, যেটি ইমপ্লিমেন্ট করতে গেলে, মুগ্ধবাংলার সিস্টার সাইট মগ্নপাঠকটির আর দরকার পড়ে না। অথচ সেটিকে বন্ধ করার ইচ্ছেও হচ্ছে না, তাই খসড়াটি এখনও চুড়ান্ত করে উঠতে পারিনি, তবে ঠিক করেছি যে, নতুন মুগ্ধবাংলায়, ১)সকল ইউজার নির্দিষ্ট কয়েকটি করে পাতা ডেইলি কমিকস পড়তে পারবেন রিডিংরুম সেকশনে যেখানে এখনকার মতই নামমাত্র ওয়াটারমার্কড কমিকস পড়ার জন্য রাখা হবে। সদস্যরা ইচ্ছে করলে যেটা খুশি কিন্তু নির্দিষ্ট কয়েকটি পাতার বেশী কমিকস পড়তে পারবেন না। সেক্ষেত্রে যে কোনো কমিকস পড়ে শেষ করতে তাকে বেশ কয়েকদিন সময় লাগবে। সদস্য যদি কোনো দিন কমিকস না পড়েন বা নির্দিষ্ট পাতার কম পড়েন, তবে সেই কম পাতার হিসাব পরদিন ধরা হবে না; ২) কমিকসের লিঙ্ক বা পিডিএফ লিঙ্ক ইউজারের অ্যাকাউন্টে দেয়া হবে নির্দিষ্ট কয়েক দিনের জন্য এবং তা ৩দিন বা সাত দিন পর এক্সপায়ার করে যাবে; ৩) প্রতিটি সদস্যকে আলাদা আলাদা পিডিএফ লিঙ্ক দেয়া হতে পারে এবং সেটি বিশেষভাবে মার্ক করারও ইচ্ছে আছে, যাতে বইচোরদের সনাক্ত করা যেতে পারে। ৪)পিডিএফ লিঙ্ক পাবার জন্য কয়েকটি শর্ত রাখার ইচ্ছে আছে; যেমন পেইড মেম্বার, শারদীয়া মুগ্ধবাংলায় অংশগ্রহন, মুগ্ধবাংলায় তার নিজের অনুবাদ কমিকস শেয়ার করা, নিয়মিত কমেন্ট ও মুগ্ধবাংলার বইচোরদের বিষয়ে রিপোর্ট করা ইত্যাদি বিষয়গুলি আপাতত ভেবে রেখেছি। আরও কিছু ক্রাইটেরিয়া রাখা যায় কিনা ভাবছি। আপনাদের কিছু মনে হলে এখানে জানাবেন।
আপাতত এটি একটি খসড়া, যখন ফাইনালাইজ করব, তখন সমস্ত বিষয়গুলি আলাদা করে ঘোষণা করে দেব। আপনাদের মতামত কি এবিষয়ে জানাবেন।
চুরি আসলে ঠেকানো খুব কঠিন এই যুগে! বাংলাদেশের পাঠকদের জন্য ব্যাঙ্ক ট্রান্সফার সিস্টেম আপনাদের ওখানে কাজ করে কিনা তা খোঁজ নেয়ার অনুরোধ রইলো।